দিনাজপুরের ফুলবাড়ীতে রহষ্যজনকভাবে ককটেল নিক্ষেপের ঘটনায় উপজেলা বিএনপির সাধারন সম্পাক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর বিএনপির সাধারন সম্পাদক ও দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহাদত আলী সাহাজুল ও পৌর যুবদলকর্মী নুরুন্নবী বকুল এবং যুবদলের যুগ্ন আহ্বায়ক সাহেব ইসলাম আহত হয়েছেন।
আজ ৪ই ফেব্রুয়ারি (মঙ্গলবার) সন্ধা সাড়ে ৬টায় বিএনপি একটি বিক্ষোভ মিছেলের সামনে পরপর ৫টি ককটেল কে বা কাহারা নিক্ষেপ করে। দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শিবলি সাদিক ও যুগ্ন আহবায়ক শাহেদ ইসলাম অভিযোগ করে বলেন কেন্দ্রী কর্মসূচির অংশ হিসেবে বিএনপির শান্তিপূর্ণ মিছিল সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি মরহুম মোস্তাফিজুর রহমান ফিজারের ছোট ভাই ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম ডাবলু সাবেক প্যানেল মেয়র মামুনুর রশিদ মামুন ও সাবেক মন্ত্রীর সন্ত্রাসী বাহিনী দিয়ে এ ককটেল হামলা করেছে।

তিনি এই ককটেল হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেফতারের দাবী জানান। এদিক দীর্ঘ তিন যুগপর রাজনৈতিক কর্মসূচিতে ককটেল বিষ্ফোরন ঘটনায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা বলেন ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদ সরকারের পতনের পর থেকে কয়েকদফা ক্ষমতার পরিবর্তন ঘটলেও কোন রাজনৈতিক কর্মসূচিতে ককটেল নিক্ষেপর ঘটনা ঘটেনি।
দীর্ঘদিন পর রাজনৈতিক কর্মসূচিতে ককটেল বিষ্ফোরনের ঘটনা নতুন করে ভাবিয়ে তুলেছে রাজনৈতিক অঙ্গনে।
ফুলবাড়ী থানার ওসি একে এম খন্দকার মহিবুল বলেছেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে অতি দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।।