গতকাল ১৪ ফেব্রুয়ারি শুক্রবার চারগ্রাম সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে “ফ্রি মেডিকেল ক্যাম্প” এর আয়োজন করা হয়েছে। দুর্গাপুর, রামপুর, রতনপুর ও মধ্যম ধনিকুন্ডা এই ৪টি গ্ৰামের চিকিৎসা বঞ্চিত ও সুবিধাবঞ্চিত মানুষদের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে উক্ত সমিতির নতুন পরিচালনা পর্ষদ এই উদ্যোগটি গ্রহণ করেছেন।
চার গ্রাম সমবায় সমিতি লিমিটেডের বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান সার্বক্ষণিক মনিটরিং ও ডাক্তার রোগীদের সাথে কুশল বিনিময় করেছেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে সর্বমোট ৯০০ জন রোগী রেজিস্ট্রেশন করেছিলেন। তার মধ্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন ৬০০-৭০০ জন রোগী। এছাড়া সমিতির পক্ষ থেকে রোগীদের জন্য বিনামূল্য পর্যাপ্ত ঔষুধের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। উক্ত “ফ্রি মেডিকেল ক্যাম্প” অনুষ্ঠানে চারগ্রাম যুব সমাজের স্বেচ্ছাসেবকরা স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেছিলেন।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চারগ্ৰাম সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি মেজবাউদ্দোলা, চারগ্রাম সমবায় সমিতি লিমিটেডের পরিচালক আব্দুল আউয়াল কামরুল, বিশিষ্ট ব্যবসায়ী মমিন উদ্দৌলা ও ডেন্টিস্ট বিশেষজ্ঞ ডাক্তার সুমনসহ অন্যান্য গণ অন্য ব্যক্তিগণ।