আগামী ১৬ই ফেব্রুয়ারি ফেনী মিজান ময়দানে অনুষ্ঠিত হচ্ছে ফেনী জেলা বিএনপি’র জনসভা। সেই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। উক্ত জনসভা কে কেন্দ্র করে গতকাল পরশুরামে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা।
উক্ত প্রস্তুতি সভায় পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম পৌরসভার সাবেক মেয়র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আব্দুল আলিম মাকসুদ, পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল আলম শাকিল, পরশুরাম পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ, যুগ্ন আহবায়ক রাজন ভূঁইয়া, পরশুরাম উপজেলা বিএনপির সদস্য সচিব ও বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল মনি ও পরশুরাম উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জনি সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রস্তুতি সভা শেষে পরশুরাম বাজারের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে।
১৬ ফেব্রুয়ারির জনসভাটি মূলত দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলার উন্নতি,পতিত স্বৈরাচারের দোসরদের বিচার ও দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে অনুষ্ঠিত হবে। উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা আবু তালেব ১৬ ফেব্রুয়ারির সমাবেশ কে কেন্দ্র করে সকল নেতাকর্মীদের বিভিন্ন কাজের ধারাবাহিকমূলক দিকনির্দেশনা প্রদান করেন।