বাংলাদেশের অন্যতম প্রধান ও বহু জনপ্রিয় মঞ্চনাটক উপহার দেয়া তারুণ্যদীপ্ত নাট্য সংগঠন লোক নাট্যদল (বনানী) কর্মশালার মাধ্যমে নিয়মিত মঞ্চনাটক করতে আগ্রহী কিছুসংখ্যক নতুন নাট্যকর্মী সংগ্রহ করবে। যারা মঞ্চনাটকের পাদপ্রদীপের আলোয় নিজেকে তুলে ধরতে একনিষ্ঠভাবে নিয়মিত নাট্যচর্চায় আগ্রহী তাদেরকে লোক নাট্যদল আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছে।
প্রার্থীদের ইতিপূর্বে নাট্যচর্চার কোন অভিজ্ঞতা না থাকলেও চলবে, তবে যারা গান, নাচ ও বাদ্যযন্ত্রে পারদর্শী তাদের বিশেষ অগ্রাধিকার প্রদান করা হবে। আগ্রহীদের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। লোক নাট্যদলের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নিজস্ব প্রশিক্ষকসহ নাট্যশিল্পী ও দেশের খ্যাতনামা নাট্যব্যক্তিত্বদের সমন্বয়ে প্রশিক্ষক দল কর্মশালা পরিচালনা করবেন ও হাতে-কলমে প্রশিক্ষণ দেবেন।
বাংলাদেশের নাট্যাঙ্গনে লোক নাট্যদলের আলাদা স্বকীয়তা ও নিজস্ব প্রশিক্ষণ রীতি রয়েছে। কর্মশালার অংশ হিসেবে প্রশিক্ষণার্থীদের দিয়ে কর্মশালা-ভিত্তিক নাটক মঞ্চায়ন করা হবে।
এবারে অতিথি প্রশিক্ষকবৃন্দের মধ্যে রয়েছেন:
মামুনুর রশীদ, মোহাম্মদ বারী, মাসুম রেজা, ঝুনা চৌধুরী, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, ইউসুফ হাসান অর্ক, ড. নাজনীন হাসান চুমকি, বাকার বকুল ও রমিজ রাজু।
আগ্রহীদের অবশ্যই ২০ ফেব্রæয়ারি ২০২৫ বৃহস্পপতিারের মধ্যে আবেদন করতে হবে
যেখানে আবেদনপত্র পওেয়া যাবে: ‘থিয়েটার কর্ণার’, বেইলী রোড, ঢাকা।লোক নাট্যদল কার্যালয়
৪৮৪ ডিআইটি রোড, মালিবাগ, ঢাকা-১২১৭।
এছাড়া মোবাইল ফোন, ই-মেইলে যোগাযোগ করে ও লোক নাট্যদলের ফেসবুক পেইজ ও ওয়েবসাইট থেকেও বিস্তারিত জানা যাবে। লোক নাট্যদলের ই-মেইল ঠিকানা: loko.natyadal.1981@gmail.com লোক নাট্যদলের ফেসবুক পেইজ: https://www.facebook.com/lokonatyadal , ওয়েব পেইজ: www.lokonatyadal.org মোবাইল নাম্বার: ০১৯১২-৮৩৪৮৩৭, ০১৭১১-০১৫৪৫৫, অনলাইন ফর্ম: https://diphuda.com/lnd-new-member-form/
উল্লেখ্য, লোক নাট্যদল ১৯৮১ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশে ৩২টি বৈচিত্রপূর্ণ নাটক মঞ্চে এনেছে যার মধ্যে অনেক নাটক এতোই দর্শক নন্দিত হয়েছে যে সর্বাধিক মঞ্চায়িত নাটক হিসেবে সমাদৃত হয়েছে, যেমন ’কঞ্জুস’। এছাড়া অন্যান্য প্রযোজনা হচ্ছে – সোনাই মধাব, পদ্মা নদীর মাঝি, তপস্বী ও তরঙ্গিনী, বৈকুন্ঠের খাতা, তুষাগ্নি, ঠিকানা, অন্ধ নগরীর চৌপাট রাজা, এ মিড সামার নাইট্স ড্রিম, সিদ্ধিদাতা, রথযাত্রা, বিধি ও ব্যতিক্রম, মানুষ, টাপুর টুপুর, হেলেন, মধুমালা, মাঝরাতের মানুষেরা, মড়া, বশীকরণ, সুনাগরিকের সন্ধানে, বৈকুণ্ঠের খাতা, তুষাগ্নি পরগাছা, ঠিকানা, জাস্টিজ ইনজাস্টিজ, সুন্দর, চন্দ্রালোক ইত্যাদি।