আজ ১৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ ঘটিকায় ফেনী প্রেসক্লাবের সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে “শমসের গাজী চর্চা পরিষদ”। উক্ত সংগঠনের সমন্বয়কারী মোহাম্মদ ফজলুল হক সাংবাদিকদের এই সংগঠন প্রতিষ্ঠার কারণ ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা করার সময় তিনি বলেন, অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় পলাশী যুদ্ধের সমসাময়িক সময়ে সিলেট কুমিল্লা ফেনী নোয়াখালী ও পার্বত্য চট্টগ্রামসহ ত্রিপুরার বিশাল অংশ শাসন করেছেন বীর শমসের গাজী।
এই বীর জন্মগ্রহণ করেছেন ফেনীর ছাগলনাইয়া উপজেলায়। অজানা কারণে ব্রিটিশ বিরোধী এই পুরুষকে ইতিহাস থেকে নাই করে দেয়া হয়েছে। উপমহাদেশের চরিত্র ও ইতিহাসের বিস্তৃত এই মহানায়কের জীবন ও কর্মকে সকলের কাছে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আত্মপ্রকাশ হতে যাচ্ছে “শমসের গাজী চর্চা কেন্দ্র”।
এই চর্চা কেন্দ্রের পক্ষ থেকে ৭টি দাবি পেশ করা হয়েছে। চর্চা কেন্দ্রের উপদেষ্টা পরিষদ ও আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। চর্চা কেন্দ্রের উপদেষ্টামন্ডলীদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন সাবেক সংসদ সদস্য ও শমসের গাজীর উত্তরসূরি ওয়াদুদ ভূইয়া, এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি, প্রফেসর ডঃ মাইন উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ জি এম নিয়াজ উদ্দিন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ।
শমসের গাজী চর্চা কেন্দ্রের আহবায়ক মনোনীত হয়েছেন বিশিষ্ট সাহিত্যিক জনাব কাজী মোস্তাক গাউছুল হক। যুগ্ন আহবায়ক মনোনীত হয়েছেন মোঃ ওমর ফারুক, ইকবালুল সাদিক ভূঁইয়া ও সাইদুল ইসলাম। সদস্য সচিব মোহাম্মদ ফজলুল হক, যুগ্ম সদস্য সচিব আবিদুর রহমান, সৈকত ইসলাম ও হাফিজ আহমেদ মিলন। এছাড়া সদস্য মনোনীত হয়েছেন কবি শফিউল হক, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক মামুনুর রশিদ, সাংবাদিক হাবিব মিয়াজী, রফিকুল ইসলাম কিরণ, নাজিম সৌরভ, বাবুল চন্দ্র সাহা, মালিহা আক্তার, মীর হোসাইন নাহিদ, সাংবাদিক রাশেদুল হাসান, ইকবাল আহমেদ চৌধুরী, আজিমুল ইসলাম ও ইয়াসির আরাফাত চৌধুরী।