 
																
								
                                    
									
                                 
							
							 
                    ঐতিহ্যবাহী ফেনী আলিয়া মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রিজাইডিং অফিসার ও মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী মীর মোহাম্মদ ইকবালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তফসিল ঘোষণা দেয়া হয়েছে বলে জানা যায়। ফলে এতে করে গোপনে পকেট কমিটি গঠনের মিশন ব্যর্থ হতে চলেছে।
তফসিল মোতাবেক ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৭ এপ্রিল। সেদিন সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে। ২৫ ফেব্রুয়ারি থেকে বিতরণ করা হবে মনোনয়ন ফরম। ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখ জমা দান শেষ হবে। মনোনয়ন বাছাই এর কার্যক্রম চলবে ২ মার্চ থেকে। এছাড়া ৪ মার্চ মনোনয়ন প্রত্যাহার ও ৬ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ করা হবে।
অপরদিকে নির্বাচনে অংশগ্রহণকারী সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন দলীয় ফোরামে ও অভিভাবকদের সাথে একাধিক যোগাযোগ করছেন বলে জানা যায়। মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ মাহমুদুল হাসানকে ফিরিয়ে আনতে একটি পক্ষ পকেট কমিটি গঠনের গোপন মিশনে নেমেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এদের মধ্যে রয়েছে রাজনৈতিক বিভিন্ন নেতৃবৃন্দ, সাংবাদিক সাবেক অধ্যক্ষ মাহমুদুল হাসান এর ঘনিষ্ঠ জনরাও রয়েছেন।