 
																
								
                                    
									
                                 
							
							 
                    ফেনী শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফেনী কম্পিউটার ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা শহরে মানববন্ধন করছে। দেশব্যাপী চলমান ধর্ষণ, খুন এবং নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ শীর্ষক ব্যানারে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকাল সোমবার ২৪ ফেব্রুয়ারি সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফেনী সদর হাসপাতালের সামনে গিয়ে মানববন্ধনে পরিণত হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীরা বলেন, সারা দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এসব ঘটনার জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা মাঠে নেমেছি। এসব বিষয়ে প্রশাসনকে অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে হবে।
সালাউদ্দিন নামের এক শিক্ষার্থী বলেন, আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখি, যেখানে আমাদের প্রত্যেকের মা বোনেরা সম্পূর্ণ নিরাপদে ও নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে। নারীর প্রতি সহিংসতা, অপমান ও নির্যাতন যেন সমাজে কোনভাবে স্থান না পায়। যারা নারীদের প্রতি সহিংস আচরণ করছে তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একটি ন্যায় ভিত্তিক, মর্যাদা সম্পন্ন ও নিরাপদ সমাজ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সাদিয়া সুলতানা নামের আরেক শিক্ষার্থী বলেন, আমরা শুধু স্লোগান দিয়ে চুপ করে থাকলে হবে না। নারীদের নির্যাতন বন্ধ করতে প্রশাসন সহ সরকারকে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মানববন্ধনে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। একই দিন মহিপাল সরকারি কলেজের শিক্ষার্থীরাও একই কর্মসূচি পালন করেছে।