বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর মহিপালে নিহত ইশতিয়াক আহমেদ শ্রাবণের নামে উদ্বোধন করা হয়েছে মিনিবার ফুটবল টুর্নামেন্ট। গতকাল সোমবার ২৪ ফেব্রুয়ারি সকালে ফুলগাজী উপজেলা প্রশাসনের উদ্যোগে টুর্নামেন্ট উদ্বোধন করেছেন ফেনী জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়ানোর মাধ্যমে ফুলগাজী উপজেলা চত্বরে এই টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। মিনিবার ফুটবল টুর্নামেন্টে মোট ৬৪ টি দল অংশগ্রহণ করেছে। তারা তাদের নিজ নিজ নৈপুণ্য দেখাবে বলে মনে করছেন আয়োজক কমিটি ও ক্রীড়াপ্রেমীরা।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেনী জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফেনীর মানুষ খেলাধুলা ও সংস্কৃতিতে যেমন এগিয়ে, তেমনি ধর্মচর্চা ও স্বেচ্ছাসেবী সংগঠনে শক্তিশালী। ফেনীতে অনেক গুণী মানুষের জন্ম হয়েছে। ফেনীর তরুণ সমাজকে আগামী দিনে নেতৃত্বে আসতে হলে খেলাধুলা ও পড়াশোনার প্রতি যথাযথ মনোনিবেশ করতে হবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া, কৃষি কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, সিনিয়র যুগ্ন আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ ও উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন চৌধুরী।