২০ সেপ্টেম্বর রোজ শনিবার অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে শারদ জাগরণ উৎসবের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় উৎসবটি।
উৎসবের প্রধান অতিথি মাননীয় ট্রেজারার মহোদয়ের এই বিষয়ে বক্তব্য ছিলো আগামীতে আমরা এমন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চাই যেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার ন্যায্য অধিকার, সবার নাগরিক অধিকার, সবার আত্মমর্যাদা এবং নাগরিক হিসেবে মর্যাদা নিশ্চিতকরন। মানুষের পরিচয় হবে তার যোগ্যতা দিয়ে।
ছাত্র ঐক্য পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অর্ঘ্য শ্রেষ্ঠ দাস বলেন, পুরো বাংলাদেশের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটা অসাম্প্রদায়িক ক্যাম্পাসের রোল মডেল হিসেবে প্রস্তুত করবো। আর আমাদের এই অসাম্প্রদায়িক ক্যাম্পাসের পদযাত্রা কেবল শুরু। ধর্মের নামে এখানে কাউকে সাম্প্রদায়িকতার বিষবাষ্প বুনতে দেবো না। আমাদের ক্যাম্পাসে সাম্প্রদায়িকতার কোন জায়গা থাকবে না।
তিনি আরও বলেন, ক্যাম্পাসের রোল মডেল হিসেবে যতদিন না জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে প্রস্তুত না করতে পারি ততদিন রাজপথে থাকবো, তাতে যদি আমার বুকের রক্ত ঝড়ে আমি প্রস্তুত।
ছাত্র ঐক্য পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক চন্দন কুমার দাস বলেনএটি কেবল একটি উৎসব নয়, এটি একটি আন্দোলনের প্রথম ধাপ। এই আন্দোলন আমাদের সকলের, কারণ আমরা সবাই এক স্বপ্নের অংশীদার – একটি সুন্দর, সমৃদ্ধ, এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন।