ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু তোলায় অকেজো হয়েছে ৩০টি মেশিন। শুক্রবার বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে মেশিন অকেজো করে দিয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, ফেনী নদীতে অবৈধভাবে বালু তোলায় বিপর্যস্ত হয়ে পরিবেশ। এছাড়া ফসলি জমি ধ্বংস হয় ও মানুষের ঘরবাড়ি অনেকসময় নদীগর্ভে বিলীন হয়ে যায়। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা অভিযানে বের হয়েছেন। এসময় ৩০টি মেশিন অকেজো ও দুই হাজার ফুট প্লাস্টিকের পাইপ নষ্ট করে দেয়া হয়েছে। অভিযান চলাকালীন অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অভিযান টের পাওয়ার সাথে সাথে বালু উত্তোলনে জড়িতরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা হয়নি।