দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের নেতা কর্মীরা। উক্ত মানববন্ধনে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিচার নিশ্চিতে কঠোর আইন প্রয়োগ করার দাবি জানিয়েছেন তারা। গতকাল সোমবার ১০ মার্চ দুপুরে ফেনী সরকারি কলেজ গেইটে আয়োজিত মানববন্ধনে জেলা ছাত্রদল, পৌরসভা ছাত্রদল ও সরকারি কলেজ ছাত্রদলের নেতা কর্মীরা অংশগ্রহণ করেছেন।
ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুল হালিম মানিক এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম জিকু, মজুমদার রশীদ, সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, গিয়াস উদ্দিন স্বপন, জাহেদুল আবেদীন সাগর, সাইফুল ইসলাম বাবলু ও সদস্য মাহমুদুল হাসান।
জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মজুমদার রশীদ বলেন, পবিত্র রমজান মাসে এমন একজন ছোট শিশু ধর্ষণ হয়েছে যার নাম আছিয়া বয়স মাত্র ৮ বছর। কিভাবে তাকে ধর্ষণ করতে পারে এসব ঘটনা জানাজানি হওয়ার আগে কোন বিচার হয় না। তাই এমন অপরাধ সমাজে বেরিয়ে চলেছে। আগামীতে কেউ যাতে এমন কাজ না করে সেজন্য প্রশাসনকে অবশ্যই কোন ব্যবস্থা নিতে হবে। ফেনী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল বলেন, আছিয়াকে তার বোনের স্বামী ও শ্বশুর মিলে নির্যাতন করেছে। ভাগ্যক্রমে সে এখনো বেঁচে আছে। ছাত্রদল এই ধরনের কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।