শহরের প্রধান প্রধান সড়কের ফুটপাতগুলোর দুর্দশা দিন দিন বেড়েই চলেছে। সাধারণ মানুষের চলাচলের জন্য তৈরি এসব পথ এখন যেন বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ঈদ উপলক্ষে কেনাকাটার উদ্দেশ্যে শহরমুখী মানুষের সংখ্যা বাড়লেও ফুটপাতের নাজুক অবস্থা তাদের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি করছে। কোথাও কোথাও ফুটপাতের স্ল্যাব ভেঙে পড়েছে, আবার কিছু জায়গায় খোলা ড্রেনের কারণে পথচারীদের ঝুঁকি নিতে হচ্ছে।
প্রতিদিন ঘটছে দুর্ঘটনা
শহরের বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, কুসুমবাগের আল আকসা শপিং সেন্টার ও জে কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিকস-এর সামনে ফুটপাতের বেশ কিছু অংশ ভেঙে পড়ে আছে। পথচারীদের অসতর্ক মুহূর্তে সেসব জায়গায় পা ফসকে যাচ্ছে, ফলে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
স্থানীয় দোকানিরা জানান, গত কয়েকদিনে অন্তত পাঁচজন পথচারী দুর্ঘটনার শিকার হয়েছেন। এক দোকানদার বলেন, “প্রায়ই দেখি ছোট বাচ্চারা বা বৃদ্ধরা হোঁচট খেয়ে পড়ে যান। গতকাল এক নারী পড়ে গিয়ে হাতে মারাত্মক চোট পেয়েছেন।”
শুধু কুসুমবাগ নয়, শহরের বাজার এলাকা, ব্যস্ততম মোড় এবং শপিং সেন্টারের সামনের ফুটপাতের অবস্থাও অত্যন্ত নাজুক। দিনের বেলা কোনো রকমে পথচারীরা দেখে শুনে চলতে পারলেও, রাতের বেলা হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ঘটনা প্রায় নিয়মিতই ঘটছে।
পথচারীদের ক্ষোভ ও উদ্বেগ
এ বিষয়ে সাধারণ পথচারীদের সঙ্গে কথা বললে তারা জানান, প্রতিদিন ঝুঁকি নিয়েই তারা ফুটপাত ব্যবহার করেন। দীর্ঘদিন সংস্কারের অভাবে সমস্যাটি দিন দিন প্রকট হচ্ছে, অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “ফুটপাত তো আমাদের হাঁটার জন্যই বানানো হয়েছে, কিন্তু সেটাই যদি চলাচলের অনুপযোগী হয়, তাহলে আমরা কোথায় হাঁটব? রাস্তা দিয়ে হাঁটলে দুর্ঘটনার আশঙ্কা আরও বেশি।”
অপর একজন বলেন, “এভাবে চলতে থাকলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।”
দ্রুত সংস্কারের দাবি
নগরবাসী ও পথচারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ফুটপাত সংস্কারের জোর দাবি জানিয়েছেন। আসন্ন ঈদ উপলক্ষে শহরের জনসমাগম বাড়বে, ফলে ফুটপাত মেরামত না হলে দুর্ঘটনার সংখ্যা আরও বাড়তে পারে।
নাগরিকদের মতে, “আমরা চাই আমাদের শহরের ফুটপাতগুলো নিরাপদ হোক। প্রশাসনের উচিত দ্রুত উদ্যোগ নেওয়া যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে।”
শহরের সৌন্দর্য ও নাগরিকদের নিরাপত্তার স্বার্থে প্রশাসনকে জরুরি ভিত্তিতে এই সমস্যার সমাধান করতে হবে। জনসাধারণের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এবং শহরের ফুটপাতগুলোকে পথচারীদের জন্য নিরাপদ করে তুলবে।