ফেনীর পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচনে অভিভাবক সদস্য পদে বিপুল ভোটে জয়লাভ করলেন বিএনপি সমর্থিত প্রার্থী পরশুরাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী জহিরুল করিম জনি। তিনি দোয়াত কলম প্রতীকে ২৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে জামায়াত সমর্থিত প্রার্থী পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ইমরুল কায়েস সুজন ঘড়ি প্রতীকে পেয়েছেন ৫০ ভোট।
গতকাল বুধবার ১৯ মার্চ সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা কার্যক্রম শেষ হওয়ার পর নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা মোঃ ইমরান হোসেন ফলাফল ঘোষণা করেছেন। উক্ত নির্বাচনে ৫৩৬ জন ভোটারের মধ্যে ৩১৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।এর মধ্যে জনি পেয়েছে ৩৬৬ টি ভোট ও সুজন পেয়েছে ৫০ টি ভোট। দিনভর ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটারদের ভোট প্রদানের পরিস্থিতি ছিল বেশ লক্ষণীয়। এর আগে ১৪ জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়ন জমা দিয়েছেন।
নির্বাচিত হয়ে জহিরুল করিম জনি বলেন, গত ১৭ বছর মানুষ নির্বাচনে ভোট দিতে পারেনি। বর্তমানে মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে। তাই তারা তাদের মতামত প্রকাশ করতে পারছে। বিএনপি জনগণের দল। বিএনপিকে বাংলাদেশ এর মানুষ ভালোবাসে। এজন্য তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। মাদ্রাসার উন্নয়ন অবকাঠামোগত কাজে সকলের মতামত নিয়েই কাজ করব।