1. info@dailyshadhinbarta.com.bd : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা
শনিবার, ০৩ মে ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

ফেনীতে “মার্চ ফর গাজা”য় হাজারো জনতার ঢল

ফুয়াদ হাসান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

ফেনীতে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলের বর্বরোচিত হামলার ঘটনার প্রতিবাদে “মার্চ ফর গাজা” নামক কর্মসূচিতে সর্বস্তরের তৌহিদী জনতার দল নেমেছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত কর্মসূচির আদলে ফিলিস্তিনে গণহত্যার ঘটনায় নেতানিয়াহুর বিচার দাবি সহ ইসরাইলি পণ্য বয়কটের ডাক দেয়া হয়েছে। সোমবার দুপুরে শহরের মিজান ময়দান থেকে “প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ফেনী” প্ল্যাটফর্মের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আফজালুর রহমানের সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, এয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আব্দুর রহিম, প্রচার সম্পাদক আনম আব্দুর রহিম, ইসলামী আন্দোলন ফেনী জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা নূর করীম, খেলাফত আন্দোলন ফেনী জেলা শাখার সভাপতি মোজাফফর আহমদ জাফরী ও জহিরিয়া মসজিদের খতিব মুফতি মোহাম্মদ ইলিয়াছ।

উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মার্চ ফর গাজা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হেফাজতের সেক্রেটারি মাওলানা ওমর ফারুক। শহরের মিজান ময়দান থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে ট্রাংক রোড, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক সহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহিপালের জিরোপয়েন্ট দিয়ে শেষ হয়। এখানে দোয়া পরিচালনা করেছেন জামেয়া রশিদিয়ার মুহতামিম মুফতি শহীদুল্লাহ। উক্ত সমাবেশ থেকে সকল ধরনের ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Licence No- TRAD/DSCC/210965/2019 and applied for registration.

Community Verified icon
 

Community Verified icon