দেশ বরেণ্য বাউল কবি ও শিল্পী সালাম সরকারের অসুস্থতার খবর পেয়ে তার খোঁজ নিতে ছুটে গেলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) কেন্দুয়া উপজেলায় সরকারি কার্যক্রম পরিদর্শনের দিনব্যাপী সফরের অংশ হিসেবে তিনি হঠাৎ অসুস্থ বাউল শিল্পীর কেন্দুয়া পৌর শহরের বাসস্ট্যান্ড মোড় সংলগ্ন নিজ বাসভবনে যান।
জানা যায়, জনপ্রিয় এই বাউল শিল্পী গত প্রায় আড়াই মাস ধরে পা ভেঙে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। একবার তার বন্ধুর বাড়ি থেকে আসার সময় এক দুর্ঘটনায় তার ডান পায়ের হাড় ভেঙে যায়। মারাত্মক এই দুর্ঘটনার পর তাকে ঢাকা এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল, যেখানে তার অস্ত্রোপচারও করা হয়।
বর্তমানে তিনি নিজ বাসায় শয্যাশায়ী অবস্থায় রয়েছেন এবং উন্নত চিকিৎসার অভাবে গুরুতর অর্থসংকটে ভুগছেন। মঙ্গলবার জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান শিল্পী সালাম সরকারের বাসায় গিয়ে তার বর্তমান শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এ সময় তিনি বরেণ্য এই বাউল শিল্পীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসার জন্য ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা। বাউল শিল্পী সালাম সরকার “কী সুন্দর এক গানের পাখি মন নিয়া সে খেলা করে”, “জীবন মানেই তো যন্ত্রণা”, “প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা” সহ অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার ও শিল্পী হিসেবে পরিচিত।
দেশের বাউল সংগীতে তার অবদান অনস্বীকার্য। স্থানীয়রা মনে করছেন, জেলা প্রশাসকের এই মানবিক সহায়তা শিল্পীর পরিবারকে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।