গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর, ২০২৫) প্রকাশিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে চরম হতাশা ও উদ্বেগ দেখা দিয়েছে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায়। এই বছর কেন্দুয়া উপজেলার দুটি কলেজের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় নেত্রকোনা জেলায় ৪টি কলেজে কেউ পাশ করতে পারেননি। এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে জেলার কেন্দুয়া উপজেলার গোপালপুর মডেল কলেজ থেকে ১২ জন, জনতা আদর্শ মহাবিদ্যালয় থেকে ৯ জন, সদর উপজেলার ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোক সংস্থা থেকে ২ জন ও পূর্বধলা উপজেলায় জোবাইদা জহোরা উদ্দিন সরকার মহিলা কলেজ থেকে ৩ জন অংশ নেন। এসব কলেজে কেউ পাশ করেননি।
কেন্দুয়ায় গোপালপুর মডেল কলেজ এবং জনতা আদর্শ মহাবিদ্যালয়। শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় এলাকার শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই দুটি কলেজে মোট ২১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল, যাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।
গোপালপুর মডেল কলেজ: এই কলেজ থেকে এ বছর ১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন, যাদের সবাই অনুত্তীর্ণ হয়েছেন। জনতা আদর্শ কলেজ: এই কলেজ থেকেও ৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন, কিন্তু কেউ পাস করতে পারেননি। এছাড়া, গড়াডোবা আব্দুল হামিদ স্কুল অ্যান্ড কলেজে কোনো শিক্ষার্থীই পরীক্ষায় অংশ নেয়নি।
অন্যান্য কলেজের চিত্রঃ উপজেলার অন্যান্য কয়েকটি কলেজের ফলাফলও মিশ্র: কেন্দুয়া সরকারি কলেজ: ৯৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫৩২ জন (পাসের হার ৫৩.৫০%), জিপিএ–৫ পেয়েছেন ৬ জন।
সান্দিকোণা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়: ২১২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১০৭ জন (পাসের হার ৫০.৫০%)।
গন্ডা ডিগ্রি কলেজ: ১৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৪ জন উত্তীর্ণ হয়েছেন (পাসের হার ৪৫.১০%)।
মৌলানা মোহাম্মদ আলী সিদ্দিকী কলেজ: ১১১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৩ জন (পাসের হার ২০.৭২%)। পারভীন সিরাজ মহিলা কলেজ: ১১৭ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১৯ জন পাস করেছেন (পাসের হার ১৬.২৪%)।
উল্লেখ্য, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫১ দশমিক ৫৪ শতাংশ, আর নেত্রকোণা জেলায় ৪৭ দশমিক ৩৯ শতাংশ। স্থানীয়দের মতে, এই হতাশাজনক ফলাফল উপজেলায় শিক্ষার মান নিয়ে নতুন করে ভাবার সুযোগ সৃষ্টি করেছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন অনেকে।