1. info@dailyshadhinbarta.com.bd : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে শেখ হাসিনার মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, জেরা সোমবার গরমের পর বৃষ্টিতে রাজধানী বাসীর স্বস্তি শর্ত পূরণ করায় নিবন্ধন পাচ্ছে এনসিপি ও জাতীয় লীগ রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোই একমাত্র সমাধান: প্রধান উপদেষ্টা দারিদ্রতার মুক্তির লক্ষ্যে: জেলা প্রশাসকের উদ্যোগে অটো-রিকশা পেলেন অসহায় পিতা শেখ হাসিনার মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন তদন্ত কর্মকর্তা আসন্ন নির্বাচনে ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি খাগড়াছড়ি ও গুইমারায় ১৪৪ ধারা বহাল, সংঘর্ষে নিহতদের মরদেহ হস্তান্তর কেন্দুয়ায় নিখোঁজ যুবদল নেতা শামীমের কঙ্কাল উদ্ধার: জানাজা সম্পন্ন

কেন্দুয়ায় বিল থেকে যুবদল নেতার গলিত লাশ উদ্ধার

ইকবাল কবির, জেলা (নেত্রকোণা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের বিরান্দরি বিল থেকে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গলিত ও অজ্ঞাত একটি লাশ/কঙ্কাল উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ।
​স্থানীয় ও পরিবারের ধারণা, এটি নিখোঁজ যুবদল নেতা রফিকুল ইসলাম শামীমের মৃতদেহ। তবে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করতে পারেনি।

উদ্ধারকৃত কঙ্কালটি শামীমের বলে দাবি করেছেন তার বড় ভাই ও মামলার বাদী সাইফুল ইসলাম। তিনি বলেন, শামীমের পরিহিত গেঞ্জির কলার দেখে তিনি এটি শনাক্ত করেছেন। তিনি ডিএনএ পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ার দাবি জানিয়েছেন।

কেন্দুয়া থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, উদ্ধারকৃত দেহটি মূলত কঙ্কালসার। এটি ডিএনএ টেস্ট ছাড়া সনাক্ত করা সম্ভব নয়। তাই কঙ্কালটি নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিখোঁজ শামীম ছিলেন গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা এবং মনকান্দা গ্রামের মো. আক্কাছ আলীর ছেলে।
​মামলা ও তদন্ত:
​শামীম নিখোঁজ হওয়ার পর গত ২৫ জুলাই তার বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ২০ জন নামোল্লেখ করতঃ অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামি করে আদালতের আদেশে থানায় মামলা (৩৬৪/৫০০/৫০৬(২)/৩৪ ধারায়) রুজু করেন। এর আগে ৩ জুলাই তিনি থানায় একটি জিডিও করেন।

গত ৫ জুলাই কেন্দুয়া থানা পুলিশ শামীমের ব্যবহৃত মোটরসাইকেলটি শামুকজানী নদীর সেতির নিচ থেকে উদ্ধার করে। মামলার এক আসামি গত ২৬ আগস্ট গ্রেপ্তার হলেও, বাকি ১৯ জন আসামি ২৩ সেপ্টেম্বর থেকে হাইকোর্টের জামিনে আছেন।

পুলিশ জানিয়েছে, ডিএনএ পরীক্ষার ফলাফলের পরই লাশটির পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon
 

Community Verified icon