হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব এবং লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর-পূর্বোত্তর রাজ্যগুলোর সঙ্গে ৬ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ সময় পাসপোর্টধারী যাত্রী পারাপারসহ কাস্টমসের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।
আখাউড়া স্থলবন্দর সূত্রে জানা গেছে, আগামী ২৯ সেপ্টেম্বর সোমবার থেকে ২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত চার দিন শারদীয় দুর্গোৎসবে বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।
এদিকে ৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি। পরে দুই দিন আমদানি-রপ্তানি চলবে। এরপর লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ৬ ও ৭ অক্টোবর বন্দরের বাণিজ্য কার্যক্রম ফের বন্ধ থাকবে।
আগরতলা ইন্দো বাংলা এক্সপোর্ট-ইমপোর্ট কমিউনিকেশন সেন্টার এক চিঠিতে বাণিজ্য বন্ধের এ সিদ্ধান্ত নিয়ে আখাউড়া স্থলবন্দর ব্যবসায়ী নেতাদের জানিয়েছে বলে আখাউড়া স্থলশুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান তথ্যটি নিশ্চিত করেছেন।
আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া ও সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী রাজীব উদ্দিন ভূঁইয়া বলেন, দুর্গাপূজায় ৬ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকার পর আগামী ৮ অক্টোবর বুধবার সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
তবে উল্লেখ যে, পূজায় আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।