বিএনপির নেতাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি।
আজ বৃহস্পতিবার দুপুর ১টায় রাজধানীর বারিধারায় রাষ্ট্রদূতের বাসভবনে এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান। তিনি জানান, মধ্যাহ্নভোজে বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ এবং তাবিথ আউয়াল অংশ নেন।