চরম দারিদ্র্যের কারণে নিজের চার সন্তানকে বিক্রি করার মতো মর্মান্তিক পদক্ষেপ নিতে বাধ্য হওয়া নেত্রকোনার অতিদরিদ্র মোঃ রাজন মিয়া–কে পুনর্বাসনের উদ্যোগ নিলেন জেলা প্রশাসন। মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান মহোদয়ের মানবিক হস্তক্ষেপে আজ, ৩০ সেপ্টেম্বর, জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজন মিয়াকে একটি অটো-রিকশা প্রদান করা হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে খবর আসে যে রাজন মিয়া তীব্র দারিদ্র্যের কারণে তাঁর শিশুদের বিক্রি করার চেষ্টা করছেন। খবরটি জানার পরই জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।
রাজন মিয়ার হাতে তুলে দেওয়া এই নতুন অটো-রিকশাটি তাঁর পরিবারের জন্য একটি স্থায়ী আয়ের উৎস হিসেবে কাজ করবে এবং শিশুদের সুরক্ষা ও ভবিষ্যৎ নিশ্চিত করবে।
জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান মহোদয় বলেন, “একটি শিশুও যেন দারিদ্র্যের কারণে তার পরিবার থেকে বিচ্ছিন্ন না হয়, তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
জেলা প্রশাসনকে এই মহৎ কাজে সহযোগিতা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (BRAC)। এই উদ্যোগটি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে সরকারের দৃঢ় অবস্থানের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল।