টানা কয়েক দিনের তীব্র গরমের পর বৃষ্টিতে রাজধানীজুড়ে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। আজ (মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আকাশজুড়ে মেঘের গর্জন ও ঝড়ো হাওয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি। ভ্যাপসা গরম কমে যাওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন রাজধানীবাসী।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই সময়ে ১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একইসঙ্গে বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৬৯ শতাংশ। এছাড়াও বাতাসের গতিবেগ উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৯ কিলোমিটার।
আবহাওয়া সিনপটিক অবস্থার তথ্য অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।