1. info@dailyshadhinbarta.com.bd : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রবাস নয়, দেশেই ‘কমলা’ চাষে ভাগ্য বদল শার্শার আবু হানিফের কাশি দিয়ে ধরা পড়লেন, খাদ্য বিভাগের নিয়োগ পরীক্ষার জালিয়াতি চক্রের ৩ সদস্য আটক যশোরে ফের ১ কোটি ৮৩ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক নেত্রকোনায় সাম্প্রতিক ঘটনাবলীর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নভেম্বর মাসে দেশে ফিরতে পারেন তারেক রহমান — প্রস্তুত বিএনপি ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ, শিকারে নামতে প্রস্তুত জেলেরা সময় এসেছে পরিবর্তনের: জাতিসংঘকে তাল মেলাতে হবে, বললেন ড. ইউনূস নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ ও ‘বিদেশি চাপ’ নিয়ে যা বললেন প্রেস সচিব সালমান শাহ হত্যা মামলা: পলাতক আসামিদের অবস্থান শনাক্তে জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ থাইল্যান্ডের বিপক্ষে বিকালে মাঠে নামছে বাংলাদেশ

দৈনিক স্বাধীন বার্তা’য় সংবাদকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫

স্বাধীন বার্তা ডেস্কঃ
  • প্রকাশিতঃ রবিবার, ৪ জুন, ২০২৩

দৈনিক স্বাধীন বার্তা অনলাইন সংস্করণ পাঠক সমাজে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে চলেছে। আমাদের সংস্করণে প্রতিনিয়িত যোগ হচ্ছে নিত্য নতুন সব ফিচার ও আধুনিক বিশ্বে ঘটে যাওয়া সমস্ত খবরাখবর। স্বাধীন বার্তা’র সংবাদ তৈরিতে মাঠে কাজ করছে একদল সাহসী ও উদ্যোমী তরুণ সংবাদকর্মী।

যাদের নিরলস পরিশ্রমে মাধ্যমে দৈনিক স্বাধীন বার্তা দেশের প্রত্যন্ত অঞ্চলের সকল খবরাখবর সংগ্রহ করে ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশসহ বিশ্বের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। স্বাধীন বার্তা’র প্রিন্ট ভার্সন ও পাঠকদের কাছে বেশ জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। চাকরি, রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক খবর থেকে শুরু করে বিনোদনভিত্তিক সকল প্রকার খবর আমরা আমাদের সাপ্তাহিক স্বাধীন বার্তায় নিয়মিত প্রকাশিত হচ্ছে এবং প্রত্যেক জেলা ও উপজেলাগুলোতে নিয়মিত পৌছে যাচ্ছে।

আমরা আমাদের ডিজিটাল বাংলাদেশকে আরো ডিজিটালায়ন করতে তথ্য সংগ্রহের কোন বিকল্প নেই বলে মনে করছি। তাই আমরা এটাও মনে করছি যে, আমাদের আরো সংবাদকর্মী নিয়োগ দেওয়া প্রয়োজন রয়েছে। সেই লক্ষে-ই আমাদের এই প্রচারনা। আমরা চাচ্ছি যে, প্রত্যেক জেলাতে স্বাধীন বার্তা’র একটি করে পরিবার গড়ে উঠুক আর এই পরিবার তৈরিতে সর্বচ্চ গুরুত্ব দিয়ে প্রত্যেক জেলা উপজেলার প্রতিনিধিগণ স্বাধীন বার্তাকে নিজের প্রতিষ্ঠান ভেবে কাজ করে চলুক। আমরা নিশ্চই দ্বায়িত্ব ও কর্তব্য পরায়ন প্রতিনিধিদেরকে নিয়মিত সম্মানিত করতে কাজ করে যাচ্ছি।

এই নিয়োগ বিজ্ঞপ্তি আগামী ফেব্রুয়ারী ২০২৫ পর্যন্ত চলমান থাকবে। আগ্রহী প্রার্থীরাদের দ্রুত সময়ের মধ্যে তাদের আবেদনপত্র পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

স্বাধীন বার্তায় প্রতিনিধি হতে চাইলে যে যোগ্যতা থাকতে হবেঃ

 সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক বা সমমান পরিক্ষায় পাশ হতে হবে।

(১) সাংবাদিকতা ও সংবাদ সংগ্রহ করার মানসিকতা থাকতে হবে।

(২) পরিশ্রমী ও লেখালেখিতে আগ্রহ থাকতে হবে।

(৩) বিজ্ঞাপন সংগ্রহ করতে আগ্রহ থাকতে হবে।

(৪) প্রত্যেকটি সংবাদ নিজে সংগ্রহ করে সাথে অবশ্যই ছবি পাঠাতে হবে।

(৫) প্রশাসনের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা থাকতে হবে।

(৬) অন্য পত্রিকা থেকে কোন সংবাদ কপি করে পাঠানো থেকে বিরত থাকতে হবে।

(৭) ওয়েবসাইটে প্রকাশিত প্রত্যেকটি সংবাদ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে হবে।

(৮) সংবাদ পাঠানোর পূর্বে অবশ্যই বানানসহ অনান্য ভুল থাকলে সংশোধন করে দিতে হবে।

প্রতিনিধি ফি ও অনান্য বিষয়ঃ

বিজ্ঞাপন ফিঃ প্রত্যেক প্রতিনিধিকে বিজ্ঞাপণের ৫০% দেওয়া হবে।

আমরা সরকার ও তথ্যমন্ত্রণালয়ের নির্দেশনা মেনে সংবাদ প্রকাশ করে থাকি। আমরা আশা রাখছি যে, আমাদের প্রত্যেক প্রতিবেদকের পাঠানো প্রতিবেদনে তার পরিশ্রমের বিষয়টি আমাদের চোখে পড়বে। তাহলে একজন পরিপূর্ণ ও শত গণমাধ্যমকর্মী হওয়াটা খুবই সহজ হবে। আমরা এটাও বিশ্বাস করি যে, আমরা যে যেখানেই, বা যে কোন প্রতিষ্ঠানে কাজ করিনা কেন, ঠিক সেই প্রতিষ্ঠানকে ততটুকু ভালোবাসা উচিৎ ঠিক যতটুকু আমরা আমাদের বাবা ও মাকে ভালোবাসি। তবেই আমাদের নিজেদের ভবিষ্যৎ ও আগামী দিনের জন্য একটি সুন্দর আর উজ্জল বাংলাদেশ গড়ে তুলতে আর কোন বাধা থাকবে না বলে ও আমরা বিশ্বাস করি।

উপরোক্ত বিষয়াদি মেনে আপনি স্বাধীন বার্তায় কাজ করতে চাইলে, তাহলে বিলম্ব না করে আজকেই আপনার একটি সিভি (বায়োডাটা) তৈরি করে নিচের দেওয়া ঠিকানাতে পাঠাতে অনুরোধ করা যাচ্ছে।

প্রিয় পাঠক ও শুভাকাঙ্ক্ষী  আমাদের ফেসবুক পেজ ফেসবুক আইডি টুইটার একাউন্ট গুলিতে পরিদর্শন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

আগ্রহী প্রার্থীদেরকে সম্পূর্ণ বায়োডাটা ই-মেইল যোগে পাঠাতে হবে।

আমাদের ই-মেইলঃ info@dailyshadhinbarta.com.bd এই ঠিকানায়। অবশ্যই ই-মেইলের সাবজেক্ট এর স্থানে আপনি কোন জেলা বা উপজেলাতে কাজ করতে চান সেটি উল্লেখ্য করবেন। দূর-আলাপণীঃ ০১৭১৩-৩৯৩৭১৩, ০১৭১১-১৫০৬০৬

ধন্যবাদ আপনাকে, এতটা সময় দিয়ে স্বাধীন বার্তা পরিবারের সাথে থাকার জন্য। আমরা আপনার ও আপনার পরিবারের সুন্দর আর একটি উজ্জল ভবিষ্যৎ কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon
 

Community Verified icon