 
																
								
                                    
									
                                 
							
							 
                    দুই মাসের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হওয়ার দুই মাস বা ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের রেওয়াজের বিষয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘যদি রেওয়াজ থাকে, নিশ্চয়ই আছে; আমরা আপ্রাণ চেষ্টা করব সেভাবে ফল দেওয়ার।’
আজ বেলা ১১টায় মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষা উপদেষ্টা। সোয়া ১১টার দিকে বের হয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।সোয়া ১৯ লাখ পরীক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজন ‘বিশাল কর্মযজ্ঞ’ বলে তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘আমরা নিশ্চিত করতে চেষ্টা করেছি, যে ধরনের ব্যত্যয় মাঝেমধ্যে ঘটে যায়, সেটা যেন না ঘটে। এর জন্য প্রাথমিক কাজ যেটা সম্পাদন করা দরকার ছিল, অর্থাৎ পরিকল্পনা করা; সেটা সুচারুভাবে সম্পন্ন হয়েছে বলে আমি মনে করি। পরীক্ষার শেষ দিন পর্যন্ত এ পরিবেশ বজায় থাকবে বলে আমরা আশা করি।’