জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে ‘জামালপুর-১’ অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান মিলেছে। রোববার (১ জুন) দুপুর ১টা পর্যন্ত প্রাথমিক পরীক্ষায় ৭.২ মিলিয়ন পিএসআই চাপে গ্যাস বের হতে দেখা গেছে।
এর আগে, শনিবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথমবারের মতো গ্যাসের অস্তিত্ব ধরা পড়ে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, আগামী ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে গ্যাসের প্রকৃত মজুত নির্ধারণ করা হবে।
‘জামালপুর-১’ অনুসন্ধান প্রকল্পের অধীনে ২,৬০০ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। গ্যাস উত্তোলন হচ্ছে মূলত ১,৪৪১ থেকে ১,৪৪৫ মিটার গভীরতায় অবস্থিত একটি স্তর থেকে। কর্মকর্তারা জানান, এর উপরের স্তরেও গ্যাসের উপস্থিতি রয়েছে। পাশাপাশি সেখানে তেল বা অন্যান্য খনিজ পদার্থের অস্তিত্ব আছে কিনা তাও যাচাই করা হবে।
প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক বলেন, “গ্যাস পাওয়া গেছে, তবে এখনই বলা সম্ভব নয় এর পরিমাণ কত। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত জানা যাবে।”
উল্লেখ্য, চলতি বছরের ২৪ জানুয়ারি এ কূপ খননের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রায় ১৬৮ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ শুরু হয়।