আগামী ৬ জুলাই ২০২৫ রবিবার, বাংলাদেশের অন্যতম প্রধান নাট্য সংগঠন লোক নাট্যদল প্রতিষ্ঠার ৪৪ বছর পূর্ণ হবে। ১৯৮১ সালের ৬ জুলাই মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপিত একদল স্বপ্নদর্শী তরুণের উদ্যোগে লোক নাট্যদল প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠালগ্নে উচ্চারিত জীবন-ঘনিষ্ঠ, নিরীক্ষাধর্মী নাটক মঞ্চায়নের ঘোষণায় অবিচল থেকে ৪৪ বছরের পথচলায় লোক নাট্যদল ৩২টি বিভিন্ন বিষয় ও আঙ্গিকের নাটক এদেশের মঞ্চে উপহার দিয়েছে যা দেশে-বিদেশে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে এবং সুধিমহলে সমাদৃত হয়েছে। বিগত চার দশকে লোক নাট্যদল যেমন দেশীয় নাট্যকারদের মৌলিক নাটক প্রযোজনা করেছে তার পাশাপাশি বিখ্যাত বিদেশী নাট্যকারদের নাটকও মঞ্চস্থ করেছে।
বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক মলিয়েরের ‘দ্য মাইজার’ অবলম্বনে তারিক আনাম খান কর্তৃক রূপান্তরিত ‘কঞ্জুস’ লোক নাট্যদলের অন্যতম প্রযোজনা, যা ইতোমধ্যে ৭৯১তম মঞ্চায়ন সম্পন্ন হয়েছে। ময়মনসিং গীতিকা অবলম্বনে ‘সোনাই মাধব’ লোক নাট্যদলের অন্যতম সেরা নিরীক্ষাধর্মী নাটক, যা যাত্রাপালা ও পদাবলী কীর্তনের মিশ্রিত রূপায়নে গানে গানে মঞ্চস্থ হয়ে থাকে যেটি ২০১তম মঞ্চায়ন সম্পন্ন করেছে। লোক নাট্যদলের অন্যান্য সেরা নাটকগুলোর মধ্যে রয়েছে- মানিক বন্দোপাধ্যায়ের ‘পদ্মা নদীর মাঝি’, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৈকুন্ঠের খাতা’, ‘রথযাত্রা’ ও ‘বশীকরণ’, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘মধুমালা’, ‘শিল্পী’, উইলিয়াম শেক্সপীয়ারের ‘এ মিড্ সামার নাইট্স ড্রিম’, বের্টোল্ট ব্রেখ্ট-এর ‘বিধি ও ব্যতিক্রম’, মোহিত চট্টোপাধ্যায়ের ‘সিদ্ধিদাতা’, ‘তুষাগ্নি’, ও ‘সুন্দর’, গাও সিংজিয়ানের ‘মাঝরাতের মানুষেরা’, বুদ্ধদেব বসু’র ‘তপস্বী ও তরঙ্গিনী’, উৎপল দত্তের মুক্তিযুদ্ধ-ভিত্তিক নাটক ‘ঠিকানা’ ইত্যাদি। লোক নাট্যদল তার বিভিন্ন প্রযোজনা দেশে-বিদেশে প্রায় দুই হাজার বার দর্শকদের সামনে মঞ্চস্থ করেছে।
দলের জনপ্রিয় ও নীরিক্ষাধর্মী নাটকগুলো বিভিন্ন আন্তর্জাতিক নাট্যোৎসবে পৃথিবীর বিভিন্ন দেশে মঞ্চস্থ হয়েছে, যার মধ্যে মোনাকো, ইংল্যান্ড, তুরস্ক, হংকং, নেপাল, ভারত, জার্মানী অন্যতম। এছাড়া বিভিন্ন দূর্যোগে, মানবতার সহায়তায় ও ব্যক্তিকেন্দ্রিক মানবিক বিপর্যয়ে, স্বাস্থ্য সচেতনতায় লোক নাট্যদল তার জনপ্রিয় নাটকগুলো মঞ্চায়ন করে অর্জিত অর্থ মানুষের হাতে তুলে দিয়েছে।
৪৪ বছরের দীর্ঘ পথচলায় লোক নাট্যদল নাটক মঞ্চায়ন এর পাশাপাশি এ দেশের সকল গণতান্ত্রিক, সাংস্কৃতিক আন্দোলনসহ, স্বৈরাচার ও মৌলবাদ-বিরোধী আন্দোলনে মঞ্চে ও রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে চলেছে। লোক নাট্যদল থেকে তৈরী হয়েছে অসংখ্য সফল নাট্যশিল্পী, নাট্যকার, নির্দেশক ও ডিজাইনার, যারা স্ব-স্ব ক্ষেত্রে আবদান রেখে চলেছে।
৪৪ বছর পূর্তি উপলক্ষে লোক নাট্যদল ৫ জুলাই থেকে ৭ জুলাই তিন দিন ব্যাপি কর্মসূচি গ্রহণ করেছে। আগামী ৬ জুলাই শনিবার সন্ধে সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল হলে আলোচনা, নাট্য সম্মাননা , সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়ন এর আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শারমিন এস মুরশিদ। অনুষ্ঠানে লোক নাট্যদল এর উপদেষ্টা জনাব মোহিনী মোহন চক্রবর্তী কে নাট্য সম্মাননা প্রদান করা।
সবশেষে দলের সাম্প্রতিক প্রযোজনা ‘সুন্দর’ নাটক এর প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়া বছর পূর্তি উদযাপনে ৫ জুলাই মহিলা সমিতি মিলনায়তন ও ৭ জুলাই শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল হলে সন্ধে সাতটায় দলের জনপ্রিয় নাটক’কন্জুস’ এর মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। সকল কে নাটক দেখার আমন্ত্রণ জানানো হয়েছে।
এছাড়া ৪৪ বছর পূর্তিকে কেন্দ্র করে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কর্মসূচী অনুষ্ঠিত হবে যার মধ্যে এ বছরই একটি নতুন নাটক মঞ্চায়ন ও নাট্যোৎসব আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
লোক নাট্যদলের পক্ষ থেকে সকল দর্শক, সহযোদ্ধা নাট্য সংগঠন, নাট্যকর্মী, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা জানানো হয়েছে।