২০২৫ সালের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৬৯ শতাংশ এবং জিপিএ ফাইভ পেয়েছে ১৫ হাজার ৪১০ জন শিক্ষার্থী। বিগত বছরগুলোর তুলনায় পাসের হার ও জিপিএ-৫ সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় যশোর শিক্ষা বোর্ড কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর যশোর বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৬৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪১০ জন শিক্ষার্থী।
অথচ, গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৯২ দশমিক ৩৩ শতাংশ, আর ২০ হাজার ৭৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। গতবছরের তুলনায় এবার পাসের হার ১৮ দশমিক ৬৪ শতাংশ কমেছে এবং জিপিএ-৫’র সংখ্যা কমেছে ৫ হাজার ৩৪১টি।
গত বছরের দেশসেরা ফলাফল করা যশোর বোর্ড এবার সেই অবস্থান ধরে রাখতে পারেনি। বোর্ডের আওতাধীন ১০টি জেলার মধ্যে যশোর জেলা এবার পাসের হারে এগিয়ে রয়েছে বলে জানানো হয়েছে। যশোর বোর্ডের অধীনে থাকা ৩৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৭৫টি স্কুলের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। তবে দুইটি স্কুলে একজন শিক্ষার্থীও পাস করেনি।
ফলাফলের বিষয়ে যশোর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোসাম্মাৎ আসমা বেগম বলেন, এ বছরের ফলাফলে আমরা সন্তুষ্ট। কারণ শতভাগ পাসের আইওয়াস এবার নেই। যারা পাস করেছে, তারা পরীক্ষা দিয়ে নিজ যোগ্যতায় পাস করেছে।
তিনি আরও জানান, ফলাফল আরও ভালো করার লক্ষ্যে বোর্ডের চলমান নানা উদ্যোগ অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে যশোর বোর্ডকে আবারও সেরা অবস্থানে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এস. এম. মাহাবুবুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা।