 
																
								
                                    
									
                                 
							
							 
                    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক মহাসচিব, জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মাদারগঞ্জের বালিজুড়ী হাইস্কুল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল গফুর। পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সহ-সভাপতি অধ্যাপক রকিব লিটন ও সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার।
এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বালিজুড়ী বাজারের প্রধান সড়কে মিছিল বের করা হয়।
আলোচনা সভা শেষে মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের আত্মার মাগফিরাত ও জান্নাত কামনায় দোয়া করা হয়।