গাজীপুরের ব্যস্ততম চৌরাস্তা আজ দিনভর ডিপ্লোমা প্রকৌশলীদের অবরোধে অচল হয়ে পড়ে। মহাসড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ মিছিল ও স্লোগান দেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ডিপ্লোমা প্রকৌশলীরা জানান, তাদের ন্যায্য অধিকার ও পদোন্নতি সংক্রান্ত সাত দফা দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
১. সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ নিশ্চিতকরণ। ২. পদোন্নতিতে বৈষম্য দূর করে সমান সুযোগ প্রদান। ৩. শিক্ষা জীবন ও চাকরির ক্ষেত্রে একীভূত কাঠামো প্রণয়ন। ৪. সরকারি-বেসরকারি দপ্তরে ডিপ্লোমা প্রকৌশলীদের সমান মর্যাদা নিশ্চিত। ৫. চাকরির ক্ষেত্রে নিয়োগবিধি সংশোধন ও ডিপ্লোমা ডিগ্রিকে উচ্চতর মর্যাদা প্রদান। ৬. প্রকৌশলী পদে ডিপ্লোমাধারীদের জন্য আলাদা কোটার সংরক্ষণ। ৭. দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সব দাবি দ্রুত বাস্তবায়নের ঘোষণা। অবরোধকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মেনে না নিলে অনির্দিষ্টকালের জন্য কঠোর আন্দোলনে যাবে তারা।