আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা সদর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী মাওলানা মোঃ নজরুল ইসলাম ব্যাপক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। প্রতিদিনই তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, বাজার, স্কুলমাঠ ও মসজিদে গিয়ে জনসংযোগ করছেন, স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করছেন এবং উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন।
প্রার্থী নজরুল ইসলাম তাঁর পাঁচ দফা অঙ্গীকার তুলে ধরে বলেন, “জনগণ যদি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করেন, তাহলে ভোলা তথা দেশের সামগ্রিক উন্নয়নের কাজে সর্বাত্মক ভূমিকা রাখব।”
সম্প্রতি তিনি বাপ্তা- ১ নম্বর ওয়ার্ড, ধনিয়া, তুলাতুলি এবং জংশন বাজারসহ বিভিন্ন স্থানে একাধিক পথসভা ও সমাবেশে অংশ নেন। এসব অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল উপচে পড়া। সভা-সমাবেশে তিনি জনগণের কল্যাণ, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও ভোলার সার্বিক উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
জামায়াতে ইসলামী ভোলা সদর উপজেলার নেতাকর্মীরা জানান, প্রার্থী নজরুল ইসলামের নেতৃত্বে নির্বাচনী টিম প্রতিনিয়ত মাঠে কাজ করছে। তারা জনগণের দোরগোড়ায় পৌঁছে তাঁর পাঁচ দফা অঙ্গীকার ও উন্নয়নের বার্তা তুলে ধরেন। স্থানীয় জনগণের মধ্যে তাঁর এই প্রচারণা ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মাওলানা নজরুল ইসলামের ভিন্নধর্মী নির্বাচনী কৌশল ও জনসংযোগ পদ্ধতি এ আসনের নির্বাচনী মাঠে নতুন গতি এনেছে।