 
																
								
                                    
									
                                 
							
							 
                    ভোলা সদর উপজেলার ৪ নম্বর কাচিয়া ইউনিয়নে সোমবার (২৫ আগস্ট) বিকেল ৪টায় একই স্থানে বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর পৃথক রাজনৈতিক সভা আয়োজনকে কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছে।
একদিকে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) কাচিয়া ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে একটি প্রস্তুতি সম্মেলনের আয়োজন করে। অন্যদিকে, একই মাঠে বিএনপিও তাদের ইউনিয়নভিত্তিক কর্মসূচি পালন করে। একাধিক রাজনৈতিক দলের একই সময়ে একই স্থানে সভা আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
বিজেপির সম্মেলনে উপস্থিত ছিলেন ভোলা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, সদর উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবী স্যার, ভোলা সদর উপজেলা সাধারণ সম্পাদক আবুল বাশার বুলবুল জেলা শ্রমিক দলের আহ্বায়ক জনাব আলহাজ্ব জামাল উদ্দিন চকেট সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র নেতৃত্বে দলটি ভোলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে।
সম্মেলনের শেষপর্বে কাচিয়া ইউনিয়নের জন্য তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে সম্মেলন সমাপ্ত ঘোষণা করা হয়।
এদিকে, একই সময়ে বিএনপির কর্মসূচিকে ঘিরেও বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়। তবে, প্রশাসনের তৎপরতায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, রাজনৈতিক শিষ্টাচার ও সময় ব্যবস্থাপনায় সমন্বয় না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।