1. info@dailyshadhinbarta.com.bd : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাস নয়, দেশেই ‘কমলা’ চাষে ভাগ্য বদল শার্শার আবু হানিফের কাশি দিয়ে ধরা পড়লেন, খাদ্য বিভাগের নিয়োগ পরীক্ষার জালিয়াতি চক্রের ৩ সদস্য আটক যশোরে ফের ১ কোটি ৮৩ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক নেত্রকোনায় সাম্প্রতিক ঘটনাবলীর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নভেম্বর মাসে দেশে ফিরতে পারেন তারেক রহমান — প্রস্তুত বিএনপি ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ, শিকারে নামতে প্রস্তুত জেলেরা সময় এসেছে পরিবর্তনের: জাতিসংঘকে তাল মেলাতে হবে, বললেন ড. ইউনূস নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ ও ‘বিদেশি চাপ’ নিয়ে যা বললেন প্রেস সচিব সালমান শাহ হত্যা মামলা: পলাতক আসামিদের অবস্থান শনাক্তে জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ থাইল্যান্ডের বিপক্ষে বিকালে মাঠে নামছে বাংলাদেশ

নেত্রকোণা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

ইকবাল কবির, জেলা (নেত্রকোণা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

আগামী ৩০শে আগস্ট, রোজ:শনিবার – বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেত্রকোণা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনকে ঘিরে জেলাজুড়ে এক ভিন্ন আমেজ ও রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

প্রবীণ ও অভিজ্ঞ নেতাদের পাশাপাশি তরুণ ও গতিশীল নেতৃত্বের প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা তাদের প্রতীকসহ মাঠে নেমেছেন। দলের তৃণমূল থেকে শুরু করে উচ্চপর্যায়ের নেতাকর্মীরা বিশ্বাস করেন, এই সম্মেলন নেত্রকোণা জেলায় বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণ করবে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর হাতকে আরও শক্তিশালী করবে।

নেত্রকোণায় বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন, ক্লিক করুন।

এই সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তারা নিজ নিজ প্রতীক নিয়ে ভোটারদের কাছে নিজেদের তুলে ধরছেন। তাদের এই প্রচারণায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ বারবার উচ্চারিত হচ্ছে, যা নেতাকর্মীদের মধ্যে নতুন প্রেরণা সৃষ্টি করছে।

সভাপতি পদপ্রার্থী: অভিজ্ঞতার লড়াই ১. অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক প্রতীক: ছাতা পরিচিতি: তিনি বর্তমানে কমিটির নেত্রকোণা জেলা বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা। তিনি আহ্বায়ক” ছিলেন। উনার “ছাতা” প্রতীক তিনি তার সমর্থকরা বিশ্বাস করেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতার কারণে তিনি দলের নেতৃত্ব দিতে সবচেয়ে উপযুক্ত।

তার প্রচারণায় তারেক রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। ২. অ্যাডভোকেট মাহফুজুল হক উনার ​প্রতীক: চেয়ার পরিচিতি: অ্যাডভোকেট মাহফুজুল হক নেত্রকোণা জেলায় একজন পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি জেলা ও দায়রা জজ আদালতের একজন সরকারি জি,পি।

তিনি নেত্রকোণা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ( এবং উনি বাংলাদেশের প্রখ্যাত আলেম,ইসলামী চিন্তাবিদ, সাবেক সংসদ সদস্য মরহুম শহ মঞ্জুরুল হক সাহেবের সুযোগ্য পুত্র।) উনার প্রতীক “চেয়ার” তিনি দলের নেতৃত্ব এবং ক্ষমতার কেন্দ্রে পৌঁছানোর আকাঙ্ক্ষা প্রকাশ করছেন।

তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি তার আনুগত্য প্রকাশ করে তাদের নেতৃত্বকে শক্তিশালী করার অঙ্গীকার করেছেন। সাধারণ সম্পাদক পদপ্রার্থী: তারুণ্য ও গতিশীলতার প্রতিফলন ১. ড. রফিকুল ইসলাম হিলালী উনার ​প্রতীক: মাছ, ড. রফিকুল ইসলাম হিলালী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি দলের তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি এবং ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মতো গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠনে নেতৃত্ব দিয়েছেন। ( তিনি নেত্রকোণা জেলা বি, এন, পি, এর আহ্বায়ক কমিটির বর্তমানে সদস্য সচিব হিসেবে দায়িত্ব ছিলেন।)

তার প্রতীক “মাছ” তারুণ্য ও গতিশীলতার প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। তার সমর্থকরা মনে করেন, তিনি তারুণ্যের শক্তি ও জিয়াউর রহমানের আদর্শকে একত্রিত করে দলকে আরও সক্রিয় ও শক্তিশালী করতে পারবেন। ২. আব্দুল্লাহ আল মামুন খান রনি প্রতীক: গরুর গাড়ি পরিচিতি: তিনি একজন সাবেক ছাত্রনেতা এবং নেত্রকোণা জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক। তিনি বীর মুক্তিযোদ্ধা জনাব আশরাফ উদ্দিন খাঁন (সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি)-এর সুযগ্য পুত্র। তার পোস্টারে “তোমার প্রত্যাবর্তনের অপেক্ষায় বাংলাদেশ” স্লোগানটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তাদের গভীর আবেগ ও প্রত্যাশার প্রতিফলন। তার প্রতীক “গরুর গাড়ি” গ্রাম বাংলার ঐতিহ্য এবং তৃণমূলের মানুষের সাথে তার সংযোগের প্রতীক। তিনি বিশ্বাস করেন, দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে পারলে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে। ৩. এস. এম. মনিরুজ্জামান দুদু উনার ​প্রতীক: ফুটবল ​: এস. এম. মনিরুজ্জামান দুদু নেত্রকোণা জেলা বিএনপির বর্তমানে যুগ্ম আহ্বায়ক। তিনি ছাত্রদলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এবং নেত্রকোণা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের সাবেক ছাত্রা নেতা ছিলেন।

তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই সম্মেলন শুধু নেত্রকোণা জেলার নেতৃত্ব নির্বাচন নয়, বরং দলের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথের একটি ইঙ্গিত। নেতাকর্মীরা আশা করছেন, এই সম্মেলন থেকে যোগ্য ও ত্যাগী নেতৃত্ব বেরিয়ে আসবে, যারা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শকে সামনে রেখে এবং তারেক রহমান-এর নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon
 

Community Verified icon