 
																
								
                                    
									
                                 
							
							 
                    নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানিকপুরে জানাযার নামাজ শেষে এলাকাবাসীর সঙ্গে গণসংযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মোঃ আব্দুল আজিজ।
বুধবার সকালে জানাযার নামাজে অংশগ্রহণ শেষে স্থানীয় মসজিদ প্রাঙ্গণ থেকে তিনি গণসংযোগ কার্যক্রম শুরু করেন। এ সময় তিনি গ্রামীণ জনপদের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মেহনতী মানুষের খোঁজখবর নেন। ভিডিও সংবাদ পেতে এখানে ক্লিক করুন।
কৃষক, শ্রমজীবী, দোকানদার ও সাধারণ জনগণের সঙ্গে আলাপচারিতায় মোঃ আব্দুল আজিজ বলেন, “মানুষের দুঃখ-কষ্টের সঙ্গী হতে চাই। রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের কল্যাণের জন্য।” তিনি আরও আশ্বস্ত করেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষায় কাজ করবেন।
গণসংযোগে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা সাধারণ মানুষের পাশে থেকে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় এলাকাবাসী বিএনপির এ প্রার্থীকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। মোঃ আব্দুল আজিজ মনোযোগ দিয়ে সেসব কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠপর্যায়ের এ ধরনের গণসংযোগ কার্যক্রম আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির জনসমর্থন আরও বাড়িয়ে তুলবে।