ভোলার সদর উপজেলায় শনিবার ভোরে নিজ বাসা থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতা সাইফুল্লাহ আরিফ (৩০) কে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত সাইফুল্লাহ সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং ভোলা পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি ভোলা সদর হাসপাতালের সামনে ব্যবসা করতেন।
নিহতের বাবা, অবসরপ্রাপ্ত শিক্ষক বশির আহমেদ মাস্টার জানান, শুক্রবার রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যাওয়ার পরপরই কেউ তাকে ডেকে নিয়ে যায়। শনিবার ভোরে ফজরের নামাজের সময় তারা তার লাশ বাসার সামনে পান।
পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক জানিয়েছেন, হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ব্যবসায়ী ও রাজনৈতিক বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।