পরশুরাম কবি শামসুন্নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেবকে সংবর্ধনা জানিয়েছেন পরশুরাম পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
গতকাল বুধবার রাতে পরশুরাম হাসপাতাল রোডে পরশুরাম পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহবুবুল হক মজুমদারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আবু তালেব ছাড়াও আরো বক্তব্য রেখেছেন পরশুরাম পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আহমেদ আদম চৌধুরী সিরাজ, পৌর তাঁতি দলের আহ্বায়ক সিরাজ চৌধুরী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মিছফাকুস সামাদ রনি ও যুগ্ন আহবায়ক নুরুল আফসার চৌধুরী সহ প্রমুখ।
এই সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আবু তালেবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বক্তব্যে আবু তালেব বলেছেন, গত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ শিক্ষার পরিবেশ নষ্ট করেছে। তাই শিক্ষার পরিবেশ যথাযথ ফিরিয়ে আনতে আমরা কাজ করব। নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব।
বক্তব্যে তিনি আরো বলেছেন, পরশুরামে আওয়ামী লীগের মেয়র ও উপজেলা চেয়ারম্যানরা গত ১৬ বছরে কোন নতুন রাস্তা নির্মাণ করে নাই। তারা বিভিন্ন রাস্তা তাদের নিজেদের ব্যক্তিগত নামে নামকরণ করেছে। ফুলগাজী খালেদা জিয়া মহিলা কলেজের নাম পরিবর্তন করে অন্য নাম রাখা হয়েছে। পুরাতন কাজগুলোকে নতুন বরাদ্দ দিয়ে সাময়িক কাজ করে লুটপাট করে খেয়েছে। মসজিদ মন্দির ও ঈদগাহ্ সহ কিছুই বাদ দেয়নি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ।