ফুলগাজী স্পোর্টস একাডেমির জার্সি উন্মোচন ও অভিষেক হয়েছে বৃহস্পতিবার। জার্সি উন্মোচন ও অভিষেক উপলক্ষে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্পোর্টস একাডেমীর পরিচালক রামিম হোসেনের পরিচালনায় এবং পরিচালক আবুল কালাম শামীমের সভাপতিত্বে উক্ত জার্সি উন্মোচন ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি)ওয়াহিদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন, সুজনের ফুলগাজী উপজেলা সাধারণ সম্পাদক কবির আহমেদ নাছির, ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ পলাশ, স্পোর্টস একাডেমীর নুরুল ইসলাম রায়হান ও আনোয়ার হোসেন সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
স্পোর্টস একাডেমীর উদ্যোগে ফুলগাজী সদর ইউনিয়নের ১৫০ জন ক্রিকেট খেলোয়াড়ের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। জার্সি পেয়ে খেলোয়াড়রা বেশ আনন্দ উপভোগ করেছেন।