ফেনীর ফুলগাজীতে কলেজ ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের আদর্শ সম্বলিত বই বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ২৩ জানুয়ারি সকালে ফুলগাজী সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি ফেনী সরকারি কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা ও এই বই বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছেন।
উক্ত বই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক সিফাত শাহরিয়ার ও সানি মজুমদার, ফেনী সরকারি কলেজ বিএ শাখার সদস্য সচিব আসিক, ফেনী সরকারি কলেজ ছাত্রদল এর ছাত্রনেতা হযরত মজুমদার অন্ত ও ফুলকলি সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
ফেনী সরকারি কলেজ ছাত্রদল নেতা হাসানাত মজুমদার অন্ত বলেছেন, আমাদের প্রত্যাশা প্রাণের সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রদের নিয়ে জনমুখী কর্মসূচির মাধ্যমে জনপ্রিয় ছাত্র সংগঠন হিসেবে সাধারণ শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ভূমিকা পালন এবং মডেল ছাত্রদল বিনির্মাণে ফুলগাজী সরকারি কলেজ ছাত্রদের মাঝে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ছড়িয়ে দিতে শিক্ষামূলক বই বিতরণ করেছি।