ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে আট দফা প্রস্তাবনা জানিয়েছেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা। প্রস্তাবনাগুলোতে ডাকসু-কেন্দ্রিক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। শুক্রবার (২২ আগস্ট) নিজের ভেরিফাইয়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টে প্রস্তাবনাগুলো জানান তিনি।
৮ দফা প্রস্তাবনা হলো-
▪︎ কুয়েত মৈত্রী- বঙ্গমাতা হলের ভোটকেন্দ্র সমাজকল্যাণ ইনস্টিটিউটে স্থাপন করতে হবে।
▪︎ শামসুন্নাহার হলের কেন্দ্র পরমাণু শক্তি কমিশনে স্থানান্তর।
▪︎ হল পাড়ার ৪টা হল(সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, জসিমউদ্দিন হল, মুজিব হল) এর ভোটকেন্দ্র ব্যবসায় অনুষদে স্থানান্তর করতে হবে।
▪︎ ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ব্যতিত অন্য কেও হলে প্রবেশ করতে পারবে না।
▪︎ হল কার্ডের পরিবর্তে বিশ্ববিদ্যালয় আইডি কার্ডের মাধ্যমে ভোট দেয়ার ব্যবস্থা করতে হবে। ১ম বর্ষ(২৪-২৫ সেশনের) আইডি কার্ড এখনো দেয়া হয়নি তাই পে-ইন স্লিপের মাধ্যমে ভোট দেওয়ার অনুমতি দিতে হবে।
▪︎ নির্বাচনের দিন অনাবাসিক শিক্ষার্থীদের জন্য সকল রুটে নিয়মিত ট্রিপের পাশাপাশি বাসের ট্রিপ বাড়াতে হবে।
▪︎ সাইবার স্পেসে হ্যারেসম্যান্টগুলোকে গুরুত্ব দিতে হবে। ঢাকা মেট্রোপলিটন সাইবার ইউনিটের সাথে যোগাযোগ করে স্পেশাল সাইবার সেল গঠন করে সাইবার বুলিং ও হ্যারেসমেন্ট নিরসন করতে হবে।
▪︎ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।