বিএনপির ভারপ্রপাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী ১ আসনের নির্বাচনী এলাকার সমন্বয়ক রফিকুল আলম মজনুর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে পরশুরামে। গতকাল মঙ্গলবার পরশুরাম সরকারি পাইলট স্কুল মাঠে গরিব-দুঃখীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম পৌরসভার সাবেক মেয়র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও ফেনী জেলা জজ কোর্টের এপিপি এডভোকেট আব্দুল আলিম মাকসুদ। বিশেষ্য হিসেবে আরো উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল, পরশুরাম পৌর বিএনপি যুগ্ন আহবায়ক রাজন ভুঁইয়া ও পরশুরাম পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব জানান, যতদিন থাকবে ততদিন এসব শীতবস্ত্র বিতরণ করা হবে। শীতে গরিব মানুষ যাতে কোন ভাবে কষ্ট না পায় সেজন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।