দেশের বিভিন্ন ক্যাম্পাসে নারী নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মঙ্গলবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটের সামনে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের সঞ্চালনায় কর্মসূচি পালন করে তারা।
কর্মসূচিতে বক্তব্য দেন ছাত্রদল মনোনীত জাকসু প্যানেলের ভিপি, জিএস, এজিএসসহ অন্য প্রার্থী ও শীর্ষ নেতারা। নেতাকর্মীরা বলেন, জুলাই আন্দোলনে নারীরা সম্মুখসারিতে লড়াই করলেও সাইবার বুলিং, বডি-শেমিংসহ বিভিন্ন হীন কার্যক্রমের মাধ্যমে নারীদের অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে।
দলমত নির্বিশেষে সব নারীর সঙ্গেই এ কাজ করা হচ্ছে। রিট করাকে কেন্দ্র করে ঢাবিতে গতকাল এক নারী শিক্ষার্থীকে হুমকি দেওয়া হয়েছে। এছাড়া জাবি ও রাবিতে এমন ঘটনা অনবরত ঘটছে। প্রশাসন এসব বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা এসবের দ্রুতবিচার চাই।
শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আফফান আলী বলেন, জুলাইয়ে নারীরা আমাদের ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছিল। তাদের অগ্রযাত্রা ব্যাহত করার অপপ্রয়াস সফল হবে না।
সমাপনী বক্তব্যে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ঢাবিতে নারীর উদ্দেশ্যে যে মন্তব্য করা হয়েছে, তা একেবারেই অপ্রত্যাশিত। বিচারহীনতার কারণে এসব কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। আমরা দ্রুত এর বিচার চাই।