1. info@dailyshadhinbarta.com.bd : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা
শুক্রবার, ০২ মে ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

বলিউডে টিকে থাকার চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন নুরা ফাতিহা

বিনোদন ডেস্কঃ
  • প্রকাশিতঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

বলিউডের কিউট ও ‘আইটেম গার্ল’ নোরা ফাতেহি। বরাবরই তিনি নিজের স্ট্রাগল নিয়ে কোনো মন্তব্য করতে বিন্দুমাত্র পিছপা হন না। এবারও তার ব্যতিক্রম হলো না। তিনি আসলে অভিনেত্রী হতে চেয়েছিলেন। তবে নাচের জন্যই সিনেদুনিয়ায় এক পোক্ত জায়গা তৈরি করে নিতে সক্ষম হয়েছেন নোরা।

বলিউডে কাজ করলেও নোরা ফাতেহি মরক্কো বংশদ্ভূত কানাডিয়ান মডেল। বলিউডে তিনি প্রথম সুযোগ পেয়েছিলেন তার বেলি ডান্সের জন্যই। যদিও তাকে অনেকেই নাচের মাধ্যমে বলিউডে পা না রাখার উপদেশ দিয়েছিলেন। তাতে কেরিয়ারে কোনো দিন তিনি নাকি অভিনেত্রী হতে পারবেন না, এমন কথাও বলেছিলেন অনেকে। কিন্তু নোরা কাজকে সম্মান করেন। একাধিকবার তিনি জানিয়েছিলেন, কোনো কাজের সুযোগই তার কাছে ছোট নয়। 

তিনি নিজের শতভাগ উজার করে দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন রাতারাতি। তবে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করার অনেক কৌশলের কথাই এবার ফাঁস করেছেন নোরা।অভিনেত্রীর পিআর টিম নাকি তাকে জানিয়েছিল, তিনি যেন কোনো বড় অভিনেতাকে ডেট করেন। তাহলেই বলিউডে ভালো কাজের প্রস্তাব পাওয়া যায়।

নোরা ফাতেহি প্রথম থেকেই নিজের কাজ নিয়ে অনেক যত্নশীল। যদিও কটাক্ষ সহ্য করতে শিখে গেছেন তিনি। এক সাক্ষাৎকারে সম্প্রতি নোরা ফাতেহি বলেন, ‘বলিউডে টিকে থাকতে গায়ের চামড়া মোটা করে নিয়েছি। এখন যে যাই বলেন, আমার গায়ে খুব একটা লাগে না।’ 

কখনও প্ল্যাস্টিক সার্জারি, কখনও আবার বোল্ড লুক, আর আবেদনময়ী নাচ- সব মিলিয়ে তাকে ভাইরাল হতে হয়েছে একাধিকবার। ট্রোলের শিকারও হয়েছেন। তবে বলিউডের অন্দরমহলের সম্পর্কের এই সমীকরণ নিয়ে মন্তব্য করতেই তিনি আবার ভাইরাল হলেন।নোরার ওই মন্তব্যে ইঙ্গিত ছিল, তিনি বলিউডের অন্দরমহলের অধিকাংশ সম্পর্ককেই ফেক বলতে চেয়েছেন।

প্রসঙ্গত, ২০১৪ সালে বলিউডে পা রাখেন নোরা ফাতেহি। এক দশকের ক্যারিয়ারে তিনি নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার প্রথম উল্লেখযোগ্য কাজ ছিল ২০১৫ সালে ‘রোত্তে হুয়ে আদমি’ সিনেমায়। এরপর ২০১৮ সালে দিলবার গানে নেচে বেশ জনপ্রিয়তা পান নোরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Licence No- TRAD/DSCC/210965/2019 and applied for registration.

Community Verified icon
 

Community Verified icon