গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ফেনী জেলার একমাত্র ইংলিশ ভার্সন স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের ৭ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ উদ্বোধন হয়েছে। গতকাল ১৯ জানুয়ারি রবিবার সকালে উক্ত অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র স্কুলের প্রিন্সিপাল মোঃ আব্দুল হালিম। আব্দুল হালিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার লাইন গ্রুপের পরিচালক মাহমুদুল হক চৌধুরী মনির।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল জান্নাতুল ফেরদৌস, কো অর্ডিনেটর নজরুল বিন মাহমুদ ও শিক্ষক প্রতিনিধি সংযুক্তা বণিক সহ অপ্রয় স্কুলের অনন্য শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন বলেছেন, প্রত্যেক শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলায় ও সাংস্কৃতিক অঙ্গনে অংশগ্রহণ নিশ্চিত করা উচিত। এতে করে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে ও তারা দেশীয় সংস্কৃতির সাথে পরিচিত হতে পারবে। এর ফলশ্রুতিতে শিক্ষার্থীরা প্রকৃত অর্থেই সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে।