গতকাল ২৩ জানুয়ারি বৃহস্পতিবার পরশুরামে উদ্বোধন হয়েছে ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। উক্ত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রকল্প প্রদর্শন করেছে। উদ্ভাবিত প্রদর্শনী গুলো দেখে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। পরশুরাম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী উক্ত বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন হয়েছে ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলার সহকারি প্রোগ্রামার ইমরান হোসেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরশুরাম থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল হাকিম। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিনহা আক্তার লিমা, পল্লী বিদ্যুতের ডিজিএম সনদ কুমার ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার হরি কমল মজুমদার, উপজেলা প্রকৌশলী এস এম শাহ আলম ভূঁইয়া, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বোরহান উদ্দিন ও পরশুরাম পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল আলিম।
উক্ত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় পরশুরাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে। এছাড়া দ্বিতীয় স্থান অধিকার করেছে খন্ডল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করেছে বক্স মাহমুদ উচ্চ বিদ্যালয়। এছাড়া বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মির্জানগর তৌহিদ একাডেমী উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় স্থান অধিকার করেছে ধনীকুন্ডা হোসনে আরা উচ্চ বিদ্যালয় এবং পরশুরাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করেছে।