“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎস উপলক্ষে ফেনীতে শুরু হয়েছে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুধ্ব ১৭। গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ফেনী শহরের একাডেমী রোডে অবস্থিত শহীদ আব্দুস সালাম স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়ানোর মাধ্যমে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছেন ফেনী জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই আয়োজন করেছেন ফেনীর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস।
অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে ও জেলা সাংস্কৃতিক কর্মকর্তা জনাব মোঃ কামরান হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম মোঃ বাতেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব )অভিষেক দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) ফাহমিদা হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মঞ্জুর হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, ক্রীড়া সংগঠক ইমন উল হক ও ক্রিকেট এসোসিয়েশন অব ফেনীর সভাপতি রিয়াজ উদ্দিন রবিসহ প্রমুখ।
বক্তব্যে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেছেন, তরুণ সমাজকে খেলাধুলাই পারে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখতে। তারুণ্যের শক্তিতেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। ফেনী জেলা ক্রীড়া কর্মকর্তা হীরা আক্তার জানিয়েছেন, জেলা পর্যায়ের জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ৭টি বালক ও ৭টি বালিকা দল অংশগ্রহণ করেছে। চলতি মাসের ২৬ তারিখে টুর্নামেন্ট শেষ হবে।