ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, দেড়যুগের ফ্যাসিস্ট হাসিনা শাসনামলে রেখে যাওয়া জঞ্জাল দেশের সকল রাজনৈতিক শক্তি মিলে পরিষ্কার করতে হবে।
মঙ্গলবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির থানার সমূহের সাংগঠনিক কার্যক্রম অধিকতর গতিশীল করার লক্ষ্যে ধারাবাহিক কর্মীসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল আলম মজনু বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার জনগণের সব ধরনের অধিকার হরণ করে এ দেশকে একটি বসবাসের অযোগ্য নগরী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। ছাত্র-জনতার সম্মিলিত রক্তস্নাত গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতনের পর দেশ গঠনে সকলের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।
তানভীর আহমেদ রবিন বলেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় দুঃশাসনের জঞ্জাল পরিষ্কার করে শহীদ জিয়ার ১৯ দফা এবং তারেক রহমান ঘোষিত তিনি দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এ দেশকে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করতে হবে।
কর্মীসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাংগঠনিক টিম ৮-এর প্রধান যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক হাজী মীর হোসেন মিরু, ফারহাদ হোসেন, সদস্য জুম্মন মিয়া, আনোয়ার কবির, জাফর আহমেদ, তোফায়েল আহমেদ, হাজী মোজাম্মেল হোসেন সিকদার, হাজী জাকির হোসেন ও নুরুল কাদির নাসিম।