সিলেটের গণমাধ্যম জগতে নতুন একটি নাম যুক্ত হতে যাচ্ছে—‘দৈনিক সোনালী সিলেট’। পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সিলেট বিভাগীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং অভিজ্ঞ সাংবাদিক খায়রুল আলম (সুমন)। দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা নিয়ে তিনি এই পত্রিকাটিকে একটি নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন।
পত্রিকাটির লক্ষ্য ও প্রতিশ্রুতি:
সম্পাদক খায়রুল আলম সুমনের ভাষ্য অনুযায়ী, ‘দৈনিক সোনালী সিলেট’ একটি নিরপেক্ষ, তথ্যভিত্তিক ও জনসম্পৃক্ত পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করবে। এটি সিলেটের মানুষের কথা বলবে, স্থানীয় সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দেবে এবং কোনো রকম পক্ষপাত বা রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সাংবাদিকতা করবে—এমনটাই তার প্রত্যয়।
তিনি বলেন, “আমরা এমন একটি সংবাদপত্র নির্মাণ করতে চাই, যা নির্ভীকভাবে সত্য তুলে ধরবে। এখানে খবর হবে যাচাই করা, সংবাদ হবে সমাজের প্রতিচ্ছবি, এবং সাংবাদিকতা হবে দায়িত্ব ও নৈতিকতার ভিত্তিতে।”
‘দৈনিক সোনালী সিলেট’ পত্রিকাটি এখন প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই এর আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ ও সময় ঘোষণা করা হবে। পত্রিকাটির অফিস, প্রোডাকশন টিম ও ওয়েবসাইট নির্মাণ কার্যক্রমও দ্রুত এগিয়ে চলছে।
সাংবাদিকতা যখন নৈতিকতা ও দায়বদ্ধতার সঙ্গে এগিয়ে চলে, তখন সেটি হয়ে ওঠে সমাজের দর্পণ। ‘দৈনিক সোনালী সিলেট’ সেই সমাজ-সচেতন সাংবাদিকতার একটি সাহসী প্রয়াস হিসেবে সিলেটবাসীর হৃদয়ে জায়গা করে নেওয়ার প্রত্যাশায় রয়েছে।