 
																
								
                                    
									
                                 
							
							 
                    জামালপুরের মাদারগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ছাদের পলেস্তার ধসে দুই শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে উপজেলার উত্তর গুনারীতলা সুলতান মাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষে।
বিজ্ঞান বিষয়ের পাঠদান চলাকালে হঠাৎ ছাদের ভিমের পলেস্তারা ভেঙে পড়লে শিক্ষার্থী সাঈমের (১১) বাম হাতের হাড় ভেঙে যায় এবং ইয়াসিনের (১২) মাথায় আঘাত লাগে। সাঈম গুনারীতলা উত্তরপাড়ার সোহেল রানার ছেলে এবং ইয়াসিন একই এলাকার রবিউলের ছেলে।
আহতরা জানায়, ক্লাস চলাকালে হঠাৎ পলেস্তারা ভেঙে পড়ায় তারা আহত হয় এবং বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন আছে। সহপাঠী আব্দুল্লাহসহ অন্য শিক্ষার্থীরা জানায়, দুর্ঘটনার পর ভয়ের কারণে পরদিন স্কুলে যায়নি তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ জাহান জানান, ঘটনার পরপরই আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয় এবং বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার (টিও) ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে (এটিও) জানানো হয়েছে। তিনি আরও বলেন, বিদ্যালয় ভবনটি জরাজীর্ণ হওয়ায় নতুন ভবনের জন্য আগেই আবেদন করা হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার নূরুল আমিন জানান, ঘটনাস্থল পরিদর্শনের জন্য ইঞ্জিনিয়ারসহ শিগগিরই যাওয়া হবে। ভবনটি ব্যবহার অনুপযোগী হলে পরিত্যক্ত ঘোষণা করা হবে।