সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুর সঠিক কারণ জানানোর আহবান জানিয়েছেন বাংলাদেশ প্রেস ইউনিটির নেতৃবৃন্দ। ২৩ আগস্ট প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে ইউনিটির উপদেষ্টা এম শাহজাহান আলী, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, সমন্বয়ক চন্দন সেনগুপ্ত আরো বলেন, বাংলাদেশে সাংবাদিকদের বাক স্বাধীনতা অক্ষুন্ন রাখতে ব্যর্থ হয়েছে অতিতের সকল সরকারের মত অন্তবর্তী সরকারও।
তাই এই সরকারের সবার আগে বাক স্বাধীনতা, সুষ্ঠু সংবাদ প্রবাহ অব্যাহত রাখতে ভূমিকা রাখা উচিৎ। তা না করলে সরকারের অবস্থান নড়বড়ে হয়ে যাবে। উল্লেখ্য, ২০০৯ সালের ১৪ আগস্ট জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশ করে বাংলাদেশ প্রেস ইউনিটি।