 
																
								
                                    
									
                                 
							
							 
                    ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদও আলোচনায় অংশ নেন।
যদিও বৈঠক শেষে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি, তবে দলীয় সূত্র জানায় আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বৈশ্বিক কূটনৈতিক প্রেক্ষাপট আলোচনায় উঠে আসতে পারে।