হাজার বছরের ঐতিহ্য বহন করে এবারও উৎসব মুখর পরিবেশে লোহাগাড়ায় সম্পন্ন হয়েছে শারদীয় দূর্গা পুজা। বৃহস্পতিবার ২ অক্টোবর বিকেলে প্রতিমা বিসর্জ্জন এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে শেষ হয় সনাতন ধর্মালম্বীদের এই মহোৎসব।
গত পাঁচ দিন ধরে লোহাগাড়া উপজেলার বিভিন্ন পুজা মণ্ডপে দেবী দূর্গার আরাধনায় ভক্তদের ঢল নামে। প্রতিটি মণ্ডপে ছিল আলোকসজ্জা, ভক্তি মূলক গান, পূজা অর্চনা ও সাংস্কৃতিক আয়োজন। পূজাকে ঘিরে সর্বত্র বিরাজ করেছিল আনন্দঘন পরিবেশ। শেষদিনে বিজয়া দশমীতে ভক্তরা দেবী দূর্গার প্রতিমায় ফুল, চন্দন ও সিঁদুর দিয়ে পূজা সম্পন্ন করেন এবং পরিবার সমাজের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। পরে শোভাযাত্রার মাধ্যমে নদী ও জলাশয়ে প্রতিমা বিসর্জ্জন দেওয়া হয়।
এসময় লোহাগাড়া থানা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেন। শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন হওয়ায় ভক্তরা স্বস্তি প্রকাশ করেন।