গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় হিন্দু যুবকের হাতে এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
আজ শুক্রবার বেলা চার ঘটিকায় কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়ে নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ধর্ষকের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, “ধর্ষণ একটি ন্যাক্কারজনক অপরাধ। ধর্ম-বর্ণ নির্বিশেষে অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নিতে হবে।”
এ সময় কলেজ প্রশাসনসহ সাধারণ শিক্ষার্থীরাও ঘটনাটির তীব্র নিন্দা জানান এবং ভুক্তভোগী ছাত্রীর ন্যায়বিচার দাবি করেন।